কক্সবাজারে ৩ রিসোর্টকে কোয়ারেন্টিন সেন্টার ঘোষণা
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতের পাশের তিন রিসোর্টকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে লা বেলা রিসোর্ট, পেবেল স্টোন রিসোর্ট ও রয়েল স্টোন রিসোর্টকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই তিন রিসোর্টে অন্তত ১৫০ জনের জন্য কোয়ারেন্টিন বেড তৈরি রাখা হবে।
ইনানী সমুদ্র সৈকতের পাশে মেরিন ড্রাইভ সড়ক ও এলজিইডি সড়কের মধ্যে অবস্থিত রিসোর্ট তিনটিকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ঘোষণা করে সাইনবোর্ড লাগানো হয়েছে।
Comments