প্রশাসনকে সহায়তায় কাল মাঠে নামছে সেনা
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে প্রশাসনকে সহায়তায় কাল মঙ্গলবার থেকে মাঠে থাকছে সেনাবাহিনী।
বিভাগীয় ও জেলা শহরে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে সেনা সদস্যরা। আজ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
তিনি জানান, সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা মানা হচ্ছে কিনা সে বিষয়ে প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সন্দেহভাজন করোনা আক্রান্তের কোয়ারেন্টিন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় সেনা সদস্যরা পর্যালোচনা করবেন। এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ে করোনা রোগীর চিকিৎসা ব্যবস্থাও পর্যালোচনা করবেন।
বিদেশফেরত কেউ স্বেচ্ছা কোয়ারেন্টিন বিধি মানছেন কিনা সেটিও দেখবেন সেনা সদস্যরা, বলেন তিনি।
তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয় সেনা কমান্ডারকে আইন অনুসারে অবস্থা পর্যালোচনায় অনুরোধ জানাবেন।
Comments