করোনাভাইরাস প্রতিরোধ: নেপালে এক সপ্তাহের লকডাউন
করোনাভাইরাস প্রতিরোধে মঙ্গলবার থেকে এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে নেপাল। আজ দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা থেকে সারাদেশে লকডাউন কার্যকর হবে।
নেপালে দ্বিতীয় করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পরপরই বিকেলে দেশটির উপ প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কমিটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। তারপরই এই সিদ্ধান্ত জানান তিনি।
পোখরেলের ব্যক্তিগত সহকারী প্রভাত কাতুয়াল জানিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না।
সোমবার বিকেলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফ্রান্স ফেরত ১৯ বছর বয়সী নেপালি শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই জরুরি বৈঠক ডাকা হয়।
Comments