টেকনাফে কোয়ারেন্টিনে রোহিঙ্গা পরিবার

কক্সবাজারের টেকনাফে চার সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টিন করা হয়েছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। স্টার ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে চার সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টিন করা হয়েছে।

আজ সোমবার সকালে ভারত থেকে তারা টেকনাফের লেদা ক্যাম্পে আসেন। পরিবারে একটি ১০ মাসের শিশুও রয়েছে।

লেদা ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান জানিয়েছেন, রোহিঙ্গা পরিবারটি ভারতের হায়দ্রাবাদ থেকে বাংলাদেশের খুলনা সীমান্ত দিয়ে প্রবেশ করে।

তিনি জানান, ভোর ৫টার দিকে পরিবারটি ক্যাম্পে এসে পৌঁছালে বালুখালী ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) চালিত হাসপাতালে তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

Fresh 48-hour blockade from Sunday: BNP

The BNP today called a fresh two-day countrywide blockade from 6:00am on Sunday

19m ago