সাজেকে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সাজেক ইউনিয়নের লুংথিয়ান পাড়ায় আজ সোমবার ভোরে হামে আক্রান্ত পদরানী ত্রিপুরা (৯) মারা যায় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসতেখার আহমেদ ।
ইতোমধ্যে একটি মেডিকেল টিম হাম আক্রান্ত এলাকায় কাজ শুরু করেছেন বলে জানান ডা. ইসতেখার।
এর আগে, সাজেক ইউনিয়নের অরুণ ত্রিপুরা পাড়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ শিশু মারা যায়।
সাজেক ইউনিয়নের পাঁচটি পাড়ায় প্রায় ১৩০ জন শিশু হামে আক্রান্ত বলে জানান স্থানীয় পাড়া প্রধানরা।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হারিন জয় ত্রিপুরা জানিয়েছেন, আক্রান্ত পাড়াগুলো হলো-- অরুণ ত্রিপুরা পাড়া, লুংথিয়ান ত্রিপুরা পাড়া, তরুণ ত্রিপুরা পাড়া, কমলাপুর চাকমা পাড়া ও কাইক্যা ত্রিপুরা পাড়া।
যোগাযোগ করা হলে, রাঙ্গামাটির সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘আমরা ইতোমধ্যে ইপিআই প্রোগ্রাম ম্যানেজারকে সাথে নিয়ে বাঘাইছড়িতে জরুরি সভা করেছি।’
‘আমরা আশা করছি হামে আক্রান্ত সাজেকের পরিস্থিতি দ্রুত উন্নতি হবে’, বলেন বিপাশ খীসা।
Comments