করোনা: লঙ্কান সরকারকে ২ কোটি ৫০ লাখ রুপি দিল ক্রিকেট বোর্ড
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেশটির সরকারকে দুই কোটি ৫০ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সোমবার নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সরকারকে আর্থিক সহায়তা করার বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান বোর্ড।
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকারকে সাহায্য করায় ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে।
সারা বিশ্বের মতো শ্রীলঙ্কাতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনাভাইরাস। এ পর্যন্ত সেখানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৯২ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে এখনও কোনো মৃত্যুর সংবাদ জানা যায়নি।
করোনাভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে গেল শনিবার লঙ্কান বোর্ড অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত করেছে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দলটির টেস্ট সিরিজও স্থগিত করা হয়েছিল।
Comments