সাধারণ ছুটির সময় গণমাধ্যমের কার্যক্রম স্বাভাবিক থাকবে: তথ্যমন্ত্রী

সাধারণ ছুটির সময় গণমাধ্যম অফিস স্বাভাবিকভাবে চলবে তবে সাংবাদিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ফাইল ফটো। ছবি: সংগৃহীত

সাধারণ ছুটির সময় গণমাধ্যম অফিস স্বাভাবিকভাবে চলবে তবে সাংবাদিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

আজ সোমবার তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন।

বিটিভির নতুন অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ থাকবে এবং তার পরিবর্তে পুরনো অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হবে বলে জানান তিনি।

আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশের পর তিনি এই তথ্য জানালেন।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

8h ago