করোনা মহামারি: মারা গেছেন ইতালির ২৩ চিকিৎসক
ইতালিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৩ জন চিকিৎসক মারা গেছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
আজ সোমবার ইতালির চিকিৎসকদের ফাউন্ডেশনের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
ফেডারেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির পর থেকে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই বেশ কয়েকজন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ইনস্টিটিউট বা ইসটিটুটো সুপারিয়র ডি সানিটা (আইএসএস)।
সিএনএন জানায়, নিহত ২৩ জনের ১৯ জন লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন। অন্য চার জন নেপলস (দক্ষিণ ইতালি), এমিলিয়া রোমাগনা (উত্তর ইতালি) এবং মারচেতে (মধ্য ইতালি) কাজ করতেন।
গতকাল ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Comments