তিন সপ্তাহের লকডাউনে যুক্তরাজ্য

করোনাভাইরাস প্রতিরোধে তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্যকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গতকাল প্রধানমন্ত্রী বরিস জনসন জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এ সিন্ধান্তের কথা জানান। আজ মঙ্গলবার এএফপির বরাত দিয়ে এ তথ্য উল্লেখ করেছে জাকার্তা পোস্ট।
UK_Lockdown_24Mar2020
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। গতকাল প্রধানমন্ত্রী বরিস জনসন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান। ছবি: রয়টার্স

করোনাভাইরাস প্রতিরোধে তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্যকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গতকাল প্রধানমন্ত্রী বরিস জনসন জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এ সিন্ধান্তের কথা জানান। আজ মঙ্গলবার এএফপির বরাত দিয়ে এ তথ্য উল্লেখ করেছে জাকার্তা পোস্ট।

বরিস জনসন বলেন, ‘আজ সন্ধ্যা থেকে ব্রিটিশ নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনাদের অবশ্যই এটি মানতে হবে। নিজেদেরে পরিবারের মধ্যে এই রোগ ছড়ানো বন্ধ করে দিন।’

জনসন সতর্ক করে বলেন, ‘কেউ এই নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কয়েক দশকের মধ্যে এবারই আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছি। এভাবে চলতে থাকলে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এটি মোকাবিলা করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এই জরুরি অবস্থায় আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা বাড়িতে থাকুন। আমাদের এনএইচএসকে রক্ষা করুন এবং নিজের জীবন বাঁচান। তিন সপ্তাহ পরে আবারও পরিস্থিতি বিবেচনা করা হবে। যদি ইতিবাচক ফল আসে, তাহলে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এখন আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। সামনে আরও কঠিন সময়। এটি ঠিক যে, হয়তো অনেক জীবন আমরা হারিয়ে ফেলব।’

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

3h ago