২৫৭টি ট্রেন চলাচল বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫৭টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকাল থেকেই ২৫৭টি ট্রেন বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে আরও পাঁচটি লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে ১০২টি আন্তঃনগর ট্রেন পরিচালিত হচ্ছে। আগামী ২৬ মার্চের পরে পর্যায়ক্রমে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে ২৬ মার্চ ও এর পরবর্তী সময়ের আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।
Comments