বিচারক ও জেলা নির্বাচন কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হবিগঞ্জের এক বিচারক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাদের দুজনের নমুনা সংগ্রহ করেন।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকালে হবিগঞ্জ আদালতের এক বিচারক অসুস্থ বোধ করেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। জেলা নির্বাচন কর্মকর্তাও অসুস্থ বোধ করলে বিকালে হাসপাতালে আসেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তাদের দুজনের নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।
Comments