বিদেশফেরতরা পাসপোর্টের ঠিকানায় না থাকলে থানায় যোগাযোগের অনুরোধ

বিদেশ থেকে ফিরে কোনো ব্যক্তি তার পাসপোর্টে উল্লেখ করা ঠিকানায় না থেকে অন্য কোথাও থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়।
dhaka airport
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

বিদেশ থেকে ফিরে কোনো ব্যক্তি তার পাসপোর্টে উল্লেখ করা ঠিকানায় না থেকে অন্য কোথাও থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এ অনুরোধ জানানো হয়।

পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, গত ২৯ ফেব্রুয়ারির পরে যারা দেশে এসেছেন এবং পাসপোর্টে উল্লেখ করা ঠিকানায় অবস্থান করছেন না, তাদের নিকটস্থ থানায় যোগাযোগ করে বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের সব ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে। বিভিন্ন সময় সরকার যে নির্দেশনা দিচ্ছে, নিষ্ঠার সঙ্গে তা প্রতিপালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ইতোমধ্যে, সরকারের নির্দেশনা অনুযায়ী বিদেশফেরত নাগরিকরা হোম কোয়ারেন্টিনে আছেন কি না তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং হচ্ছে। আশঙ্কার সঙ্গে লক্ষ্য করা গেছে, দেশে ফেরা বেশিরভাগ প্রবাসী ব্যক্তিই তাদের পাসপোর্টে উল্লিখিত ঠিকানায় অবস্থান করছেন না। তাদের অনেকেই সরকারের নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছেন, যা বর্তমান পরিস্থিতিতে তাদের নিজেদের ও সাধারণ জনগণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ১ মার্চ থেকে এ পর্যন্ত যারা বিদেশ থেকে এসেছেন তাদের নিকটস্থ থানায় যোগাযোগ করে বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, বাংলাদেশ দণ্ডবিধি এবং প্রযোজ্য অন্যান্য আইনের উপযুক্ত ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের পাসপোর্ট রোধ করার উদ্যোগ নেওয়া হবে। বিদেশফেরত ব্যক্তির পক্ষে অন্য কেউ থানায় যোগাযোগ করে তথ্য জানাতে পারবেন।

 

আরও পড়ুন:

নীরব থেকে সরব: ২৩ হাজার প্রবাসীকে খুঁজবে যশোরের প্রশাসন

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

21m ago