করোনায় জিম্বাবুয়ের ৩০ বছর বয়সী সাংবাদিকের মৃত্যু

নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জিম্বাবুয়ের একজন বিখ্যাত সাংবাদিক মারা গেছেন। ৩০ বছর বয়সী ওই টেলিভিশন সাংবাদিকের নাম জরোরা মাকাম্বা। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন তিনি।
Zororo Makamba-1.jpg
জরোরা মাকাম্বা। ছবি: সংগৃহীত

নতুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জিম্বাবুয়ের একজন বিখ্যাত সাংবাদিক মারা গেছেন। ৩০ বছর বয়সী ওই টেলিভিশন সাংবাদিকের নাম জরোরা মাকাম্বা। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পরীক্ষায় জরোরা মাকাম্বাসহ আরো একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

জরোরা মাকাম্বা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার থেকে দেশটির রাজধানী হারারের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

জিম্বাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকাকালে করোনাভাইরাসের সংস্পর্শে আসেন মাকাম্বা। এরপর দেশে ফিরে এলে তাকে হারারের একমাত্র আইসোলেশন সুবিধা সম্বলিত উইলকিনস হাসপাতালে ভর্তি করা হয়।

মাকাম্বার এক বন্ধু সিএনএনকে জানিয়েছেন, জরোরা মাকাম্বা মায়েস্থেনিয়া গ্রেভিস ও নিউরোমাসকুলার রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়াও গত বছর তার বুকের পাঁজর থেকে টিউমার অপসারণ করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

7m ago