উম্মুক্ত হচ্ছে উহান
চীনের হুবেই প্রদেশে গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সেখানে থাকা ৫০ মিলিয়ন মানুষকে লকডাউন করে রাখা হয়। আজ মঙ্গলবার চীন ঘোষণা দিয়েছে এই অঞ্চল পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে।
চীনে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। তবে বিদেশ থেকে যারা আসছেন তাদের মাধ্যমে আবার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দু’মাস লকডাউনে থাকার পর সুস্থ থাকলে বাসিন্দারা আজ মধ্যরাত থেকে হুবেই প্রদেশ থেকে বের হতে পারবেন। তবে উহানের নিষেধাজ্ঞা কাটবে ৮ এপ্রিল থেকে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও প্রদেশটির স্কুলগুলো বন্ধ থাকবে।
হুবেই বা উহানের বাইরে যেতে হলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া ‘সবুজ স্বাস্থ্য কোড’ থাকতে হবে।
চীনে করোনা সংক্রমণের ঘটনা কমে আসলেও বাইরে থেকে এসেছেন এমন ৭৪ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় পুনরায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। বিদেশ থেকে চীনে ফেরত আসাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উহানে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত আরও সাত জন মারা গেছেন।
চীনে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮১ হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন হাজার ২৭৭ জন।
Comments