সাধারণ ছুটি: সড়কে যেসব যান চলবে না
আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটিতে সড়কে বাস, মিনি বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং হিউম্যান হলার চলবে না বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানান হয়েছে।
তবে এসময়ে ওষুধ, জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহে ট্রাক ও কাভার্ড ভ্যান সড়কে চলবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক লোকমান হোসেন মোল্লার কাছে রাইড শেয়ারিং সেবা নিয়ে জানতে চাওয়া হলে, তিনি দ্য ডেইলি স্টারকে জানান, এই সময়ে তা বন্ধ থাকবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হবে।
Comments