মিসরে দুই সপ্তাহের কারফিউ

ছবি: এপি

করোনাভাইরাসের বিস্তার রোধে মিসরে দুই সপ্তাহের কারফিউ জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার কারফিউর ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউর কথা জানান। আগামীকাল থেকে পুরো মিসরে কারফিউ থাকবে।

মাদবৌলি বলেন, ‘আরও দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। মিসরে আমাদের পরিবার আর নাগরিকদের রক্ষা করাই আমাদের উদ্দেশ্য।’

দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর দেশবাসীকে সতর্ক করেছেন। সংক্রমণের সন্দেহ হলে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রিপোর্ট করতে বলা হয়েছে। ওয়েবসাইটে যুক্ত মেডিকেল কর্মীরা ভাইরাস পরীক্ষার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করবেন।

মিসরে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩৬৬ জন আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া ২১ জনের মধ্যে দুজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন।

Comments