মানুষের জন্য ফাউন্ডেশন এক দিনের বেতন দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রকে
গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান হিসেবে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) কর্মীরা তাদের এক দিনের বেতন দিচ্ছেন। করোনাভাইরাস পরীক্ষার কিট উৎপাদনের জন্য এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এমজেএফ এর কোঅর্ডিনেটর শাহানা হুদা রঞ্জনা আজ মঙ্গলবার জানান, শিগগির তারা প্রায় পাঁচ লাখ টাকা দেবেন গণস্বাস্থ্য কেন্দ্রকে। দেশে করোনাভাইরাসে ছড়িয়ে পড়া ঠেকাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে এই অনুদান দেওয়া হচ্ছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এর আগে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, প্রথম মাসে তারা ১০ হাজার কিট উৎপাদন করতে পারবেন। পরে প্রতি সপ্তাহে ১০ হাজার কিট উৎপাদন হবে। মাসে পাঁচ লাখ টেস্ট কিট উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। এর জন্য জরুরিভাবে ২০ কোটি টাকা বিনিয়োগ দরকার।
শাহানা হুদা বলেন, দেশের ২১৫টির বেশি উপজেলায় তারা তাদের ১৪১টি সহযোগী সংগঠনের মাধ্যমে স্যানিটাইজারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন।
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার সহজ ও স্বল্পমূল্যের পদ্ধতি তারা উদ্ভাবন করেছেন। এর নাম র্যাপিড ডট ব্লট।
ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদ এই পদ্ধতি উদ্ভাবন করেছেন বলে জানান জাফরুল্লাহ চৌধুরী।
Comments