কক্সবাজারে ৮ চিকিৎসকসহ কোয়ারেন্টিনে ২০, দক্ষিণ টেকপাড়া লকডাউন
কোভিড-১৯ আক্রান্ত এক রোগী শনাক্তের পর কক্সবাজার জেনারেল হাসপাতালের ৮ চিকিৎসকসহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
তাদের মধ্যে হাসপাতালের আট জন নার্স এবং চার জন নিরাপত্তারক্ষীও রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী জানান, গত ১৮ মার্চ শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন ৬০ বছর বয়সী এক নারী। গত ১৩ মার্চ সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফেরেন তিনি। তবে হাসপাতালে এই তথ্য গোপন করেন ওই রোগী।
চিকিৎসক জানান, রোগীর আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানতে পারেন তারা।
তিনি জানান, গত ২২ মার্চ ওই নারীর রক্তের নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়। আজ মঙ্গলবার মেডিকেল রিপোর্ট পান তারা, যাতে বলা হয়েছে ওই রোগী করোনাভাইরাস আক্রান্ত।
এর পরপরই দ্রুত ওই রোগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। তার সংস্পর্শে আসা চিকিৎসকসহ ২০ জনকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়।
এদিকে, কক্সবাজার জেলা প্রশাসন দক্ষিণ টেকপাড়ার পাহাড়তলী রোডের কচ্ছপিয়া মোড় থেকে খোরশেদ ভবন এলাকা হয়ে পল্লবী লেন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ উল্লাহ মারুফ দুপুর আড়াইটার দিকে লকডাউন ঘোষণা করেন ।
Comments