করোনাভাইরাস

সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর পিপিই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সরবরাহ করবে বলে হাইকোর্টের আশাবাদ

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে যেসব আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সাংবাদিক দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ নিশ্চিত করবে বলে আশা করেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানির সময় এ আশাবাদ ব্যক্ত করেন।

গত সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ চেয়ে হাইকোর্টের কাছে ওই রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান রবিন।

বিচারকরা রিট আবেদনটি নিষ্পত্তি করলেও এ বিষয়ে কোনো আদেশ দেননি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা রিট আবেদনের বিরোধিতা করে বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাকে পিপিই সরবরাহ নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছে।’

আদালত বলেছেন, ‘গণমাধ্যমের কর্মীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে।’

Comments

The Daily Star  | English

Israeli military says attacking military infrastructure in Tehran, Western Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

16h ago