কাবুলে শিখ গুরুদুয়ারায় আইএসের হামলা, নিহত ৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ গুরুদুয়ারায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমারুদের হামলায় শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে সাত জন।
আজ বুধবার সকাল পৌণে ৮টার দিকে এই হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে প্রায় ২০০ মানুষ গুরুদুয়ারায় আটকা পড়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বন্দুকধারীদের সঙ্গে লড়াই চলছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, বন্দুকধারীদের দুইজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
তিনি বলেন, বেশিরভাগ মানুষকেই উদ্ধার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে সেনা সদস্যরা ধীরে কাজ করছেন।
হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট- আইএস।
Comments