আইইডিসিআরে যোগাযোগের আরও নতুন ২টি ফোন নম্বর

দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় অনেকের প্রয়োজন হচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যোগাযোগ করার।
IEDCR-1.jpg
ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় অনেকের প্রয়োজন হচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যোগাযোগ করার।

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিং করার সময় সবাইকে অনুরোধ করেন, কারো মধ্যে করোনাভাইরাস কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে যেন নতুন ০১৯৪৪৩৩৩২২২ এবং ১০৬৫৫ নম্বরে ফোন করে জানানো হয়।

স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জানার জন্যে ১৬২৬৩ নম্বরে ফোন করার কথা উল্লেখ করেন তিনি।

এছাড়াও, [email protected] ঠিকানায় ইমেইল করেও আইইডিসিআরকে জানানো যেতে পারে।

আইইডিসিআরের হটলাইন নম্বরগুলো ঠিক মতো কাজ করছে না— এমন অভিযোগ উঠায় সংস্থাটির পরিচালক আরও দুটি নম্বর উল্লেখ করেন।

আইইডিসিআরের আগের হটলাইন নম্বর:

01401184551, 01401184554, 01401184555, 01401184556, 01401184559, 01401184560, 01401184563, 01401184568, 01927711784, 01927711785, 01937000011, 01937110011

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Column by Mahfuz Anam: Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

9h ago