শর্তসাপেক্ষে মুক্তি পেলেন খালেদা জিয়া
শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেলেন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুক্তি পান তিনি।
সেখান থেকে গুলশানে তার বাসভবনে যান তিনি।
২৫ মাস কারাভোগের পর মুক্তি পেলেন খালেদা জিয়া।
গত এক বছরেরও বেশি সময় ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন।
বিকেলে বিএসএমএমইউ থেকে বিএনপি চেয়ারপারসন যখন বেরিয়ে আসেন সেখানে পরিবারের সদস্য ছাড়াও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। আইনমন্ত্রী জানান, মানবিক কারণ ও বয়স বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তার ঢাকার বাসায় থেকে চিকিৎসা নেবেন ও বিদেশে যেতে পারবেন না। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Comments