করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস
প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭১ বছর বয়সী চার্লস রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র।
আজ বুধবার রাজ পরিবারের বরাত দিয়ে ব্রিটিশ প্রিন্সের করোনা সংক্রমিত হওয়ার সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে স্কটল্যান্ডে রয়েছেন।
ক্লারেন্স হাউস এক বিবৃতিতে বলেছে, ‘পরীক্ষায় প্রিন্স অফ ওয়েলসের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে লক্ষণ খুবই সামান্য, তবে তিনি সুস্থ আছেন এবং গত কয়েকদিন যাবত যথারীতি বাসায় থেকে কাজ করছেন।’
আরও বলা হয়, ‘দ্যা ডাচের অব কর্নওয়েলকেও পরীক্ষা করা হয়েছে। কিন্তু তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।’ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রিন্স ও ডাচেস স্কটল্যান্ডে আইসোলেশনে আছেন।
তবে কিভাবে প্রিন্সের শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে তা নিশ্চিত করে জানানো সম্ভব নয় বলে জানিয়েছে ক্লারেন্স হাউজ। গত কয়েক সপ্তাহে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।
Comments