করোনাভাইরাস: মৃতের সংখ্যায় চীনকে ছাড়াল স্পেন

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে স্পেনে। ইতালির পর এবার মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে স্পেন।
রয়টার্স ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে স্পেনে। ইতালির পর এবার মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে স্পেন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৩৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৩৭ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৬১০ জনে।

করোনাভাইরাস মোকাবিলায় ন্যাটোর কাছে সহযোগিতা চেয়েছে স্পেনের সেনাবাহিনী। প্রয়োজনীয় টেস্টিং কিট, ভেন্টিলেটর ও প্রটেক্টিভ গিয়ার সরবরাহের আবেদন জানান দেশটির সেনাবাহিনীর প্রধান মিগুয়েল ভিলারোয়া।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২৮১ জন। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৮২০ জন।

Comments

The Daily Star  | English

Dhaka requests Yunus-Modi talks during UNGA

India yet to decide on the request; sources say the meeting is unlikely as Yunus's comments in a PTI interview were not well received in New Delhi

23m ago