ভারতে দূরত্ব মেনে মন্ত্রিসভার বৈঠক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। বুধবার, লকডাউনের প্রথম দিন নির্দিষ্ট দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক।
এনডিভি জানায়, এক মিটার সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য মন্ত্রীরা। বৈঠকে লকডাউন অবস্থায় দেশটির আসন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তারা।
শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার পরিকল্পনা থাকলেও পরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক হয়।
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬২, মারা গেছেন ১০ জন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ১২টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন থাকবে।
Comments