চিকিৎসা না দিলে ব্যবস্থা: স্বাস্থ্য মন্ত্রণালয়
সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
উপসচিব রোকেয়া খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পর্যায়ের হাসপাতালে সাধারণ রোগীর প্রাথমিক ও জরুরি চিকিৎসা এবং হাসপাতালে আসা নতুন রোগী ভর্তি করাসহ ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দিতে যথাযথ ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে।
কেউ এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোনো হাসপাতাল এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনী টহলপোস্টে দায়িত্বরত কর্মকর্তা কিংবা কাছের থানায় ভারপ্রাপ্ত কর্তকর্তাকে জানাতে বলা হয়েছে।
Comments