তেজগাঁওয়ে ফাঁকা রাস্তায় ‘দুর্ঘটনা’, যুবক নিহত
রাজধানীর তেজগাঁও সাত রাস্তা ফ্লাইওভার ঢালে ‘সড়ক দুর্ঘটনায়’ ৩০ বছরের অজ্ঞাত এক যুবক মারা গেছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ‘দুর্ঘটনা’টি ঘটে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ‘সাতরাস্তা ফ্লাইওভার ঢালে রক্তাক্ত ও মৃত অবস্থায় অজ্ঞাত এক যুবক পড়েছিল। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে যানবাহনের চাপায় এই যুবকের মৃত্যু হয়েছে।’
‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে,’ বলে যোগ করেন তিনি।
Comments