শীর্ষ খবর

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫ জন

বাংলাদেশে করোনায় নতুন পাঁচ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশে করোনায় নতুন পাঁচ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ বৃহস্পতিবার আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর হটলাইনে কলের সংখ্যা তিন হাজার ৩২১ এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২৬ জনের। এ নিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৯২০।

নতুন সংক্রমিত পাঁচ জনসহ মোট রোগীর সংখ্যা ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন চার জনসহ মোট সুস্থ হয়ে উঠেছেন ১১ জন এবং এ পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। বাকি ২৮ জনের উপসর্গ মৃদু বলে উল্লেখ করেন তিনি।

নতুন সংক্রমিত পাঁচ জনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন, তিন জন পূর্বে সংক্রমিতদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন এবং একজনের বিস্তারিত তথ্য এখনও পায়নি আইইডিসিআর।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

2h ago