সিলেট বিমানবন্দর থেকে যুক্তরাজ্যপ্রবাসী দম্পতিকে আইসোলেশনে
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যপ্রবাসী এক দম্পতিকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তারা লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. দেবপদ রায়।
তিনি বলেন, বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে স্ক্যানিংয়ের পর বয়স্ক এই দম্পতির শরীরের তাপমাত্রা বেশি আসায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাদের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।’
‘তাদের সঙ্গে আরও ২৯ জন যাত্রী এসেছেন। অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টিতে থাকতে বলা হয়েছে’, বলেন তিনি।
সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের চার জেলার ১৩৭ জনকে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ ছাড়া, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন ২০০ জন। এখন পর্যন্ত সব মিলিয়ে সিলেটে প্রায় ১ হাজার ৫৯৭ জনকে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী। বাকিরা প্রবাসীদের পরিবারের সদস্য বা আত্মীয়।
Comments