মিরপুরের লকডাউন থেকে পালিয়ে শ্বশুরবাড়িতে আত্মগোপন

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী জাহাঙ্গীরনগর গ্রামের ওই বাড়িটি লকডাউন ঘোষণা করেন। সেখানে তিনটি পরিবারে ১২ জন সদস্য বসবাস করে।
স্থানীয়রা জানান, ওই বাড়ির জামাই ঢাকায় মিরপুর এলাকায় যে বাড়িতে থাকতেন সেটি লকডাউন করে দেওয়া হয়েছে। সেখান থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে পালিয়ে পাঁচ দিন আগে তিনি শ্বশুরবাড়িতে এসে আত্মগোপন করেন। তাদের আশ্রয় দেওয়ায় ও তথ্য গোপন করায় ওই ব্যক্তির শ্বশুরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন্নাহার স্বপ্না তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। বাড়ির তিনটি পরিবার বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
Comments