দোকান বন্ধ করতে বলায় পুলিশের ওপর হামলা

সিলেটের কানাইঘাটের চতুল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ করতে পুলিশের অভিযানে ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন।

সিলেটের কানাইঘাটের চতুল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ করতে পুলিশের অভিযানে ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন।

আজ বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে হামলায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, ‘সরকারি নিষেধ অমান্য করে সবধরনের দোকান খোলা থাকায় বাজার সমিতির সভাপতিকে সঙ্গে নিয়ে পুলিশ ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বলেন।’

তিনি বলেন, ‘বাজার সমিতি ও পুলিশের কথা না শুনে কিছু ব্যবসায়ী পুলিশের ওপর হামলার চেষ্টা করেন। তবে এই ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হননি।’

ব্যবসায়ীদের বুঝিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার ও ফার্মেসি ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

38 DCs withdrawn; 35 appointed

These developments were confirmed in separate notifications issued by the Ministry of Public Administration.

7m ago