করোনাভাইরাস: বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করল আইসিসি
গোটা বিশ্বে আঘাত হেনেছে করোনাভাইরাস, অন্য সব ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনকেও করে দিয়েছে স্থবির। জোর ধাক্কা লেগেছে ক্রিকেটেও। পৃথিবীর কোথাও চলছে না মাঠের খেলা। সেই ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি।
বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হয়েছে।
আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বার্তা সংস্থা রয়টার্সের কাছে বলেছেন, ‘বর্তমান সময়ে বিশ্বব্যাপী স্বাস্থ্যগত উদ্বেগ ও বিশ্বজুড়ে সরকারগুলো চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায়, আইসিসি জুনের শেষ পর্যন্ত সংস্থাটির সমস্ত অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
এই সিদ্ধান্তে আইসিসির মোট আটটি ইভেন্ট স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও অন্যান্য ইভেন্টগুলো কীভাবে আয়োজন করা হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ- দুটি ইভেন্টেরই আয়োজক ভারত।
Comments