খুলনা মেডিকেলে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু, সন্দেহ ‘করোনা আক্রান্ত’
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন। ৪৫ বছরের ওই রোগী করোনায় আক্রান্ত বলে ধারণা করছেন হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ।
তিনি জানান, ওই রোগীর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ার পর চিকিৎসকরা তার চিকিৎসা সংক্রান্ত আগের তথ্য নেন। এই হাসপাতালে আসার আগে তিনি ঢাকার মডার্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। একই আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত একজন মারা গিয়েছিল। কিন্তু ওই রোগী এখানে ভর্তির সময় সেই তথ্য গোপন করেন। নইলে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হতো।
ডা. মোর্শেদ জানান, ওই রোগীকে মডার্ন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছিল। কিন্তু তিনি তা মানেননি এবং তথ্য গোপন করে এখানে ভর্তি হন। তার কারণে ঝুঁকি বেড়ে গেল।
মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষা করা হবে কিনা-- প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে ঢাকায় আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে।
হাসপাতালের পরিচালক বলছেন, ওই রোগীকে চিকিৎসা দেওয়া ১৫/২০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। ৯০ শতাংশ সন্দেহ ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন।
Comments