যশোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার
যশোরের ঝিকরগাছার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার ইস্তা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের আতাউর রহমান (২৯) ও গোপালগঞ্জের মো. মোজাহিদুল ইসলাম (২২)।
যশোর সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল জানান, গোপন খবরের ভিত্তিতে মারকাজুল হুনাফা আল মুসলিমিন মাদ্রাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জঙ্গি সংগঠন কাজে ব্যবহৃত ল্যাপটপসহ বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
Comments