করোনা সতর্কতায় চায়ের দোকানে পুলিশের অভিযান
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চাঁদপুরে চায়ের দোকানে অভিযান চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের ১০টি গ্রামে অভিযান চালিয়ে অন্তত ৫০টি চায়ের দোকানে আড্ডারত লোকজনকে সরিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে চায়ের দোকান বন্ধ রাখারও নির্দেশ দেয়া করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি বলেন, প্রতিটি গ্রামের চায়ের দোকান এখন করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকিতে আছে। প্রতিটা দোকানে বিকেল থেকে রাত পর্যন্ত শহর থেকে আসা লোকজনের আড্ডা বেড়ে গেছে।
এ জন্য এসব চায়ের দোকান বন্ধে আমরা -নো টি, নো টুল -অভিযান শুরু করেছি। এগুলো বন্ধ থাকলে আড্ডাও কমে যাবে।
Comments