করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করছে।
Boris Johnson.jpg
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রয়টার্স ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করছে

যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭৮ জন।

জনসন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উপসর্গ দেখা দেওয়ার পর আমার স্বাস্থ্য পরীক্ষায় মৃদু করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমি এখন আইসোলেশনে আছি। তবে, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago