জনসচেতনতা সৃষ্টিতে টাঙ্গাইল পুলিশের উদ্যোগ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে শহরের পাঁচআনি বাজার, ছয়আনি বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় পুলিশের একটি দল খাবার ও ওষুধসহ বিভিন্ন দোকানের সামনে ক্রেতাদের নির্দিষ্ট দুরত্ব রেখে কেনাকাটার জন্য গোল দাগ দিয়ে চিহ্নিত করে দেয়।
এছাড়াও, জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এসপি সঞ্জিত কুমার রায় জানান, দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ চলছিল।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে পুলিশের পক্ষ থেকে জেলার হাট-বাজার গুলোয় মাইকিং করা হয়েছে।’
‘সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ মানুষকে ঘরে রাখতে তৎপর রয়েছে পুলিশ। মানুষ যাতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয় সেটি নিশ্চিত করতে প্রচেষ্টা চলছে’ বলেও যোগ করেন তিনি।
এই বিশেষ পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য পুলিশ বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
Comments