৮ বছর পর বব ডিলানের নতুন গান
বিশ্বব্যাপী করোনা মহামারিতে সবাইকে সর্তক থাকার বার্তা জানিয়ে ইউটিউবে নতুন গান প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলান। ‘মার্ডার মোস্ট ফাউল’ নামে ১৬ মিনিট ৫৭ সেকেন্ডের গানটি অনেক আগে রেকর্ড করা হয়েছিল বলে জানান তিনি।
গানটি প্রকাশ করে এক টুইটে তিনি লেখেন, ‘সবাইকে শুভেচ্ছা। এটি একটি অপ্রকাশিত গান। বহুদিন আগে রেকর্ড করা এই গানটি আপনাদের শুনে ভালো লাগতে পারে। নিরাপদে থাকুন, চোখ-কান খোলা রাখুন। সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন।’
— bobdylan.com (@bobdylan) March 27, 2020
পুরনো এই গানটিতে ষাটের দশক ও যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন ডিলান। এটাই নোবেলজয়ী বব ডিলানের সবচেয়ে দীর্ঘতম গান। এর আগে, ২০১২ সালে তার সর্বশেষ মৌলিক গানের অ্যালবাম ‘টেম্পেস্ট’ বাজারে আসে।
Comments