চট্টগ্রামে দরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দেবে জেলা প্রশাসন

CTG_Map
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হবে। করোনার কারণে দরিদ্র মানুষদের আয় কমে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে সরকারি-বেসরকারি অফিস। ১৫টি উপজেলায় ১৭ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে শুকনো খাবার সরবরাহ করা হবে। এর মধ্যে ১০ কেজি চাল, ডাল, তেল, পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্যও থাকবে।

জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে এ সহযোগিতা দেওয়া হচ্ছে। পাশাপাশি ১৫টি উপজেলার নির্বাহী অফিসারদের প্রত্যেককে নগদ ১০ লাখ করে টাকা দেওয়া হবে। জরুরি প্রয়োজনে এই অর্থ সহযোগিতা দেওয়া হবে, বলেন কামাল হোসেন।

Comments

The Daily Star  | English
government action against rising crime

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

57m ago