প্রধানমন্ত্রীর পর যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
করোনা আক্রান্ত হওয়ার পর গণমাধ্যমে প্রধানমন্ত্রী জনসন আগামী এক সপ্তাহ আইসোলেশনে থাকার কথা জানিয়েছিলেন। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওবার্তায় করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
ভিডিওবার্তায় ম্যাট হ্যানকক বলেন, ‘আমি গত কয়েকদিন ধরে বাসায় থেকে কাজ করছি। কারণ, এসময় সবারই বাসায় থাকা প্রয়োজন। কয়েকজনের পরামর্শে আমি স্বাস্থ্য পরীক্ষা করি। আমি মৃদু করোনাভাইরাসে আক্রান্ত। সৌভাগ্যজনকভাবে আমি তেমনটা অসুস্থ হইনি, স্বাভাবিক আছি। বর্তমানে আমি আইসোলেশনে আছি। আইসোলেশনে থেকেও প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় কাজ করে যাব। আশা করি, আগামী বৃহস্পতিবারের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরে যেতে পারব।’
— Matt Hancock (@MattHancock) March 27, 2020
যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে মারা গেছেন ৫৭৮ জন।
Comments