ইতালিতে একদিনে ৯৬৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার পর্যন্ত) ইতালিতে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ৯৬৯ জন মারা গেছেন। আর এটাই হল করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
সিএনএন জানিয়েছেন, ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে এবং আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।
আলজাজিরা জানিয়েছে, স্পেন গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জন মারা গেছেন এবং সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৮৫৮ জনে পৌঁছেছে।
ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ৭১২ জন, বুধবার ৬৮৩ জন, মঙ্গলবার ৭৪৩ জন এবং সোমবার ৬৯২ জন মারা যান।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৯৫০ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ১০ হাজার ৩৬১ জন। এছাড়া বর্তমানে আইসিইউতে আছেন ৩ হাজার ৭৩২ জন।
লম্বার্ডিতে মৃত্যুর হার আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছ। শহরটিতে এ পর্যন্ত ৫ হাজার ৪০২ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৯৮ জন।
হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮৬ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৩ হাজার।
Comments