অগ্নিদগ্ধ হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে মাহফুজা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর রাতে উপজেলার দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মাহফুজা আক্তার দক্ষিণ ভাণ্ডারিয়া গ্রামের ওহাব মিয়ার মেয়ে। তিনি খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন হাওলাদার বলেন, ‘ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই শিক্ষকের কাঠের ঘরে আগুন লেগে যায়। পরিবারের বাকি সদস্যরা বাইরে বের হয়ে এলেও দোতলার ঘরে থাকায় তিনি আটকা পড়ে যান এবং সেখানেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিক্ষকের ঘরটি পুরোপুরি পুড়ে গিয়েছিল।’
Comments