করোনা মোকাবিলায় আইন মন্ত্রণালয়ের মনিটরিং ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ ও উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মনিটরিং ডেস্ক চালু করেছে আইন মন্ত্রণালয়। আজ শনিবার আইন সচিব মো. গোলাম সারওয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের দুই জন উপসচিবকে মনিটরিং ডেস্কের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে ১৮ শ’র বেশি বিচারিক কর্মকর্তা (নিম্ন আদালতের বিচারক) ও প্রায় ১৮ হাজার কর্মচারী আছন, তারা মনিটরিং ডেস্কে করোনা সংক্রান্ত তথ্য জানাবেন। বিচারিক কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যেককে উপসচিবদের মোবাইল ফোন নম্বর সরবরাহ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ শেষে গত ১৫ মার্চ নিম্ন আদালতের যে ৩০ জন বিচারক দেশে ফিরেছেন, তারা কেউ করোনায় আক্রান্ত নন। তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন। আগামী ৩০ মার্চ তাদের কোয়ারেন্টিন শেষ হবে।
আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, কোনো বিচারিক কর্মকর্তা বা কর্মচারীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন— এখন পর্যন্ত এমন তথ্য জানা যায়নি।
Comments