বাগেরহাটে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ

Bagerhat_germcleaner
শনিবার সকালে বাগেরহাট পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। ছবি: স্টার

বাগেরহাট পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। আজ শনিবার সকালে বাগেরহাট শহররক্ষা বাঁধ সড়ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক গোলাম ছরোয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা শহরের ফলপট্টির মোড়, কাঁচাবাজার, মাছ বাজারসহ বেশ কিছু এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক গোলাম ছরোয়ার বলেন, শহরকে জীবাণুমুক্ত রাখতে বাগেরহাট পৌরসভা, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

8h ago