গৃহবন্দি মানুষের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে সিএমপি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে থাকা ১৬টি থানা থেকে নগরীর বাসিন্দাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে।
গতকাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন তার এলাকায় এই সেবা শুরু করেন।
মোহাম্মদ মহসিনের উদ্যোগে ভালো সাড়া মেলায় সিএমপি কমিশনার মাহবুবুর রহমান সব থানায় এই সেবা চালু করার নির্দেশ দেন।
ডেপুটি কমিশনার (সিএমপি-উত্তর) বিজয় বশাক দ্য ডেইলি স্টারকে বলেন, কমিশনারের নির্দেশ পাওয়ার পরে আজ থেকে তার অধীনে থাকা চার থানা মানুষের বাড়িতে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া শুরু করেছে।
মানুষ পণ্য হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবে।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওসি মোহাম্মদ মহসিন মাইকে ঘোষণা দিচ্ছেন, ‘আপনারা বাড়িতে থাকুন। দোকান আপনার কাছে পৌঁছে যাবে। তাই কিছু কেনার জন্য আপনাকে বাইরে বের হতে হবে না। যারা বাড়িতে কোয়ারেন্টিনে আছেন সিএমপি তাদের জন্য ভ্রাম্যমাণ দোকানের ব্যবস্থা করেছে।’
তিনি বলেন, ‘বাড়িত থাকুন, সুস্থ থাকুন।’
কিছু প্রয়োজন হলে ০১৪০০৪০০৪০০ হটলাইনে কল করার অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। তবে, কোতোয়ালি থানার আওতাধীন মানুষকে ৬১৯৯২২ নম্বরে কল করতে বলা হয়েছে।
Comments