চট্টগ্রামের কারখানা তৈরি করবে আরও ৫০ হাজার সার্জিক্যাল জ্যাকেট

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেড়েছে মাস্ক, গ্লাভস, ভেন্টিলেটর ও সার্জিক্যাল জ্যাকেটের চাহিদা। বাংলাদেশেও অত্যাবশ্যকীয় এসব চিকিৎসা উপকরণের সংকট রয়েছে। এই পরিস্থিতিতে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় চট্টগ্রাম ইপিজেডের স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান স্মার্ট জ্যাকেটকে আরও ৫০ হাজার সার্জিক্যাল জ্যাকেট তৈরির কার্যাদেশ দিয়েছে।
প্রতিষ্ঠানটি এর আগে ৯০ হাজার সার্জিক্যাল জ্যাকেট সরবরাহ করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে।
স্মার্ট জ্যাকেট এর পরিচালক মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এক আমেরিকান ক্রেতার জন্য আমরা নিয়মিত সার্জিক্যাল জ্যাকেট তৈরি করি। স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার আমাদের এক লাখ জ্যাকেট তৈরি করতে বলে। তখনই রপ্তানির জন্য তৈরি করা ৯০ হাজার জ্যাকেট মন্ত্রণালয়কে দিয়ে দেই।’
তিনি জানান, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ৫০ হাজার সার্জিক্যাল জ্যাকেট তৈরির কার্যাদেশ দিয়েছে।
আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন অর্ডারের ৫০ হাজার ও বাকি থাকা ১০ হাজার সার্জিক্যাল জ্যাকেট সরবরাহ করা সম্ভব হবে তিনি আশা করছেন।
প্রতিষ্ঠানটির পরিচালক জানান, লাভের জন্য তারা এই কাজ করছেন না। তবে মন্ত্রণালয় খরচ বহনের আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, আগামীকাল থেকে প্রায় সব কারখানা বন্ধ থাকবে। তবে কয়েকটি কারখানার শ্রমিক কাজ করতে আগ্রহী। প্রয়োজনে কেউ কেউ দুই শিফটও কাজ করতে চেয়েছেন।
Comments