করোনাভাইরাস: গুজব ছড়ালে আইনি ব্যবস্থা
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১০ দিনের সাধারণ ছুটির সময়ে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ায় তবে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে আজ একথা জানানো হয়।
এতে করোনাভাইরাসের প্রাদূর্ভাবের সময়ে গুজব সম্পর্কে সচেতন থাকা ও অন্যান্যদের সচেতন রাখার আহ্বান জানানো হয়েছে।
গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য যাতে ছড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো তথ্য বিবরণীতে।
সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য মাধ্যমে আসা তথ্য যাচাইয়ের জন্য বিশেষভাবে বলা হয়েছে।
এতে বলা হয়, সরকার কিংবা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য কোনো সূত্র থেকে বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
Comments