চোরের দায়ের কোপে আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু
যশোরের অভয়নগর উপজেলায় সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুভাষিণী বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার ভোর রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত সোমবার সন্ধ্যায় তার বাড়িতে চোর ঢোকে। সুভাষিণী বিশ্বাস চোরকে দেখে ফেলেন। সে সময় চোরটি তার হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালানোর চেষ্টা করে। এতে সুভাষিণী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ প্রসঙ্গে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, চোরটিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
সুভাষিণী বিশ্বাস সুন্দলী ইউনিয়ন পরিষদের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের সদস্যের দায়িত্ব পালন করেছেন।
Comments