করোনা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করায় গ্রেপ্তার ৬
করোনাভাইরাস সংক্রান্ত মিথ্যা তথ্য সম্বলিত লিফলেট বিতরণের সময় ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ম, ৫১-২৫৯০) জব্দ করা হয়।
আজ রবিবার মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) মাসুদুর রহমান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। এরা হলেন— মো. আওকাত হোসাইন (৫৩), মো. ফেরদাউস হাসান টিটু (২৫), মো. তাওহিদুল ইসলাম (২৫), মো. মুসলিম উদ্দিন (২৩), মো. মফিজুল ইসলাম (২০) ও মো. ফরিদ হোসেন (২০)।
পুলিশ সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ার পাশাপাশি তারা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য লিফটেলের মাধ্যমে প্রচার করছিলেন। গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মো. আওকাত হোসাইনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি পাঁচ জনকে রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, রাজারবাগী হুজুর নামে এক ব্যক্তির পক্ষ থেকে তারা প্রচারণায় নেমেছিলেন। মোট ৩২টি পিকআপ ভ্যানে তারা ঢাকায় লিফলেট বিতরণ করছিলেন। শাহবাগ ও রমনা থানায় দায়ের হওয়া দুটি মামলা ছয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও পড়ুন:
করোনাভাইরাস: গুজব ছড়ালে আইনি ব্যবস্থা
Comments