ভাষানটেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় অগ্নিকাণ্ডে স্বামী, স্ত্রী ও তাদের সন্তান দগ্ধ হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গতকাল শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ তিন জন হলেন— জাকির হোসাইন (৪৫), তার স্ত্রী রিনা বেগম (৪০) ও তাদের সন্তান রিয়াদান (১৭)।
রিপন মিয়া নামে ভুক্তভোগীদের এক আত্মীয় বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দ হয়ে তাদের টিনের ঘরে আগুন লাগে। এতে তারা তিন জন গুরুতরভাবে দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু, তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।’
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনশী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
Comments